Last Updated: Tuesday, November 29, 2011, 22:12
প্রয়াত হলেন সোভিয়েত ইউনিয়নের কিংবদন্তী কমিউনিস্ট নেতা যোশেফ স্টালিনের এক মাত্র কন্যা শ্বেতলানা অ্যালুভা। গত ২২ নভেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রের উইসকনসিনে একটি বৃদ্ধাশ্রমে
মৃত্যু হয় ৮৫ বছরের এই দেশত্যাগী লেখিকার। তিনি দীর্ঘদিন ক্যান্সারে আক্রান্ত ছিলেন।